বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফরিদপুরের ভাংগাস্থ ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসায় সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু। পরবর্তীতে ইকামাতেদ্বীন মডেল কামিল (এম.এ) মাদরাসা মাঠে মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা সভা আয়োজন করা হয়। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. আবু ইউছুফ মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. আসাদুজ্জামান। প্রিন্সিপাল মো. আবু ইউছুফ মৃধার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। তিনি তার বক্তব্য বলেন, দ্বি জাতি তত্ত্বের উপর দেশ ভাগের পর আমদের দেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানী শাসক গোষ্ঠীর দ্বারা সর্ব ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। পশ্চিম পাকিস্তানের এই বিমাতাসূলভ বৈষম্য কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পরে এই ২৬ মার্চ। পরবর্তী ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হয় এই স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বাত্মক ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আমাদের সদা জাগ্রত থাকতে হবে। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও তার পরিবারের সম্পর্কে পড়াশোনা ও জানার ওপর গুরুত্বআরোপ করেন। এতে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন, প্রভাষক মো. ফারুক হোসেন ও সহকারী শিক্ষক মো. কুব্বত আলী সরদার। পরিশেষে শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।