Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে সড়কে ঝরল প্রাণ, আহত ২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১১:০৫ পিএম | আপডেট : ৮:৫২ এএম, ২৬ মার্চ, ২০২২

আজ শুক্রবার রাতে, বিরামপুর -গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী নামক স্থানে ট্রাকের ধাক্কায় বাইক চালক এর মৃত্যু। আহত- ২

এলাকাবাসী জানান, রাত সাড়ে দশটার দিকে বিরামপুরে আসার সময় বাইক চালক ও তাদের কে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে বাইকটি ট্রাকের নিচে পড়ে যায়।

এলাকাবাসী ট্রাকটিকে আটক করে। ঘটনাস্থলের থেকে গুরুতর আহত তিনজনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর উপজেলার গঙ্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম(৪২) কে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এসময় গুরুতর আহত দুজনকে রংপুরে মেডিকেলে রেফট করা হয় বলেও হাসপাতাল সূত্রে জানা যায়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ