পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণকে উদযাপন করা হবে। এ জন্য আগামী ৩১ মার্চ কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকতে উদযাপন অনুষ্ঠান করবে সরকার। ২০২১ সালের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তাব পাঁচ বছরের প্রাক-উত্তরণ প্রস্তুতিকালসহ অনুমোদিত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত স্বীকৃতি লাভ স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ঐতিহাসিক অর্জনের প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে আপামর জনসাধারণের কাছে তুলে ধরতে চায় সরকার। এ সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এর অংশ হিসেবে কক্সবাজারে উদযাপন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারের সাম্প্রতিক সময়ের বিভিন্ন উন্নয়ন যেমন- মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, দোহাজারী থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেলওয়ে সম্প্রসারণ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্প, কক্সবাজারের পর্যটন সম্ভাবনা, আশ্রয়ণ প্রকল্প, স্থানীয় নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি ইত্যাদি আপামর জনসাধারণের কাছে তুলে ধরা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।