পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ, আলোচনা সভা। বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির কর্মসূচি তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের রক্তস্নাত স্বাধীনতা অর্জিত হলেও মানুষের নাগরিক স্বাধীনতা ফ্যাসিবাদের শ্বাসরুদ্ধকর দুর্গের মধ্যে বন্দী। মহান স্বাধীনতা যুদ্ধের অঙ্গীকার ছিল পূর্ণ গণতন্ত্র, বাক-ব্যক্তি, লেখনি ও চিন্তার স্বাধীনতা। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ক্রমান্বয়ে খর্ব হয়ে এসেছে। দেশে সমাবেশ ও চলাচলের স্বাধীনতা এখন বাধাগ্রস্ত। স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত হলেও এদেশের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই অবস্থান করছে। বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক আমল তথা ব্রিটিশ ও পাকিস্তানী আমলের চেয়েও বর্তমানে খারাপ অবস্থায় আছে। চারিদিকে এক দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। ক্ষমতার নেশায় আচ্ছন্ন বর্তমান শাসকগোষ্ঠী দেশকে এক অচেনা গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের কারণে ভোট, নির্বাচনসহ দেশে স্থিতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। স্বাধীনতার সকল অর্জনকে মুছে দিয়ে দুর্বিনীত দুঃশাসন টিকিয়ে রাখতে জনগণকে কন্ঠরুদ্ধ করার জন্য নানা কালাকানুন, গুম, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ডের অমানবিক নিষ্ঠুরতার সীমাহীন আবর্তের মধ্যে দেশকে ঠেলে দেয়া হয়েছে। স্বাধীনতার অর্ধ-শতাব্দী পার হলেও জাতীয় জীবন থেকে দূর হলো না অন্ধকার। তবুও সকল অরাজকতার মধ্যেও আমাদেরকে আবারো স্বাধীনতার মূল চেতনা ‘বহুদলীয় গণতন্ত্র’ কে পূণ:প্রতিষ্ঠিত করতে হবে। সুরক্ষা করতে হবে আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
বিএনপির কর্মসূচি: ২৬ মার্চ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকালে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফিরে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ৩০ মার্চ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বিএনপি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পোষ্টার প্রকাশ করবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ সম্মিলিতভাবে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
এছাড়া ২৬ মার্চ বেলা ৩ টায় বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা র্যালী’ অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।