পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সারা দেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারণ জনগণের নাভিশ^াস উঠেছে। মানুষ এখন নিরুপায়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মহানগর বিএনপির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা ও আবদুল মান্নানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের কাছ থেকে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার স্মারকলিপি গ্রহণ করেন।
এ সময় বিএনপি নেতারা চাল, ডাল, তেলসহ দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বিষয়ে কার্যকর প্রদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এদিকে আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতারাও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় তার সাথে ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দীন, হুমায়ুন কবির আনচার, আবুল কালাম আবু, রাসেল ইকবাল মিয়া, শওকত ওসমান প্রমুখ।
বগুড়া ব্যুরো জানায়, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরে মিছিল ও মিছিল শেষে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে এই স্মারকলিপি প্রদানের আগে মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি জনাব হেলালুজ্জামান তালুকদার লালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল প্রমুখ। মিছিল শেষে স্মারক লিপি প্রদানকালে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমুহের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলীমের নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) কাজী আরিফুর রহমানের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা জাসাসের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান শাহরিয়ার রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইয়াসিন আলি, আব্দুল জলিল খোকন, এম এ রাজ্জাক, সাইফুল ইসলাম বাবলু, আব্দুর রাকিবসহ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমবেত হয় বিএনপির নেতা-কর্মীরা।
নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, চাল, ডাল, গ্যাস ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোণা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি।
নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, মজিবুর রহমান খান, মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদুসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।