Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবার চন্দ্রমুখী চৌতালার ভূমিকায় কবিতা কৌশিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

জনপ্রিয় সিরিয়াল ‘এফ. আই. আর’-এর জনপ্রিয় চরিত্র ইনসপেক্টর চন্দ্রমুখী চৌতালা। কবিতা কৌশিক এই চরিত্রটি করতেন। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, অতিথি হয়ে হলেও তিনি ‘ম্যাডাম স্যার’ সিরিজে এই চরিত্রে ফিরবেন। স্বাভাবিকভাবেই নেটিজেন আর তার ভক্তদের মাঝে এই খবরে সাড়া পড়ে গেছে। অভিনেত্রী বলেন, আমি এই সাড়ায় অভিভূত। আমি ভাবতে পারিনি খবরটা এতোটা ছড়িয়ে পড়বে আর এমন সাড়া পড়ে যাবে। যারা আগের সিরিয়ালটির পুনঃপ্রচার দেখে তাদের কাছ থেকে বিশে সাড়া পাচ্ছি, মনে হচ্ছে আমি এটি নিজেই অর্জন করেছি। চন্দ্রমুখীকে পর্দায় আনার পরিকল্পনা অনেক দিনের। জানি না, তারা কীভাবে করবে কাজটা। এটি ‘এফ. আই. আর’ থেকে একেবারে ভিন্ন, তাই জানতে হবে তারা চরিত্রটি কী করে আনবে। তবে সব মিল মত হয়েছে, শুট হয়েছে। এই অতিথি ভূমিকার অফার পেয়েছি বলে কৃতজ্ঞতা জানাই। শুটে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। কবিতা এখন তার স্বামী রোনিত বিশ্বাসের সঙ্গে গোয়াতে বাস করেন। তিনি প্রয়োজনে মুম্বাই আসাযাওয়া করেন। কবিতা খুব বেশি সিরিয়ালে কাজ করেন না, ‘আমি ভারি গহনা পরতে পারি না, এছাড়া মুম্বাইয়ের গরমে টানা ৩০ দিন কাজ করাও কঠিন। যারা এই কষ্ট সইতে পারে তাদের অভিবাদন। আমি বেশি হলে টানা ১০-১২দিন কাজ করতে পারি আর অতিথি ভূমিকা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ