Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস’ ভুয়া রিয়েলিটি শো : কবিতা কৌশিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

‘বিগ বস ১৪’র প্রতিযোগী কবিতা কৌশিক বিতর্কিত রিয়েলটি শোটিকে ভুয়া বলে মন্তব্য করেছেন টুইটারে। সালমান খানের উপস্থাপনায় রিয়েলিটি শোটিতে ‘এফআইআর’ তারকা ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে অংশ নিয়েছিলেন; অনুষ্ঠানটিতে ইজাজ খান এবং অভিনব শুক্লার সঙ্গে কবিতার বিবাদের কথা দর্শকরা এখনও ভোলেনি। সম্প্রতি কবিতার একটি ইয়োগা ভিডিওতে তার এক ভক্ত মন্তব্য করেছে, তার রিয়েলিটি শোটিতে অংশ নেয়াই উচিত হয়নি, এতে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভক্ত লিখেছে : ”আপনার ‘বিগ বস’ করাই উচিত হয়নি। আমি জানি না এটা আমারই অনুভূতি কিনা, কিন্তু এতে অংশ নিয়ে আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনার ভক্ত আর আপনার মঙ্গল কামনা করি।” এর জবাবে কবিতা লিখেছেন : “ঠিকই বলেছেন। অনেকে বলে ইমেজ নষ্ট হলে তুমি মুক্ত হয়ে যাও। এখন আমি তাদের থোড়াই কেয়ার করি যারা এই ভুয়া রিয়েলিটি শোতে যাচাই বার বিচার করে।” ‘বিগ বস ১৪’তে কবিতা কৌশিকের প্রবেশ ছিল খুব নাটকীয় তাকে সবচেয়ে শক্তিশালী প্রতিযোগীর একজন মনে করা হত, তিনি একসময় ক্যাপ্টেনও হয়েছিলেন। আরেক হাউসমেট ইজাজ খান বলেছিলেন কবিতা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন। প্রথমে বন্ধুত্ব থাকলেও তাদের একসময় কঠিন বিবাদ বাঁধে। রুবিনা দিলায়েক ও তার স্বামী অভিনব শুক্লার সঙ্গে বিবাদের এক পর্যায়ে কবিতা শো থেকে বেরিয়ে যান। রুবিনাই শেষ পর্যন্ত জয়ী হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ