মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং। তিনি বলেন, চীন এই সংকটের সমাধানের অংশ, সমস্যার অংশ নয়। রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন চীনা দূত। ‘ফেস দ্য ন্যাশন’ নামের ওই অনুষ্ঠানে কিন গ্যাং বলেন, এই সংকটে চীন খাবার, ওষুধ, স্লিপিং ব্যাগ এবং ব্যাবি ফরমুলা পাঠিয়েছে চীন। কোনো পক্ষের কাছে অস্ত্র পাঠানো হয়নি। অনুষ্ঠানের হোস্ট তার কাছে জানতে চান যে, চীন রাশিয়াকে আসলেই সামরিক সহায়তা পাঠাচ্ছে কিনা। ওই দাবি উড়িয়ে দেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, আমরা যুদ্ধের বিরুদ্ধে। এই সংকট সমাধানে যা যা করা দরকার, আমরা করবো। তিনি আরও বলেন, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কোনো বোঝা নয়, এই সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে এটি একটি সম্পদের মতো। এটি ব্যবহার করে চীন সংকট সমাধান করতে পারবে, সংকট তৈরি করবে না বলেও জানান তিনি। বলেন, চীনের রাশিয়ার সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে, রাশিয়ার সঙ্গেও ভাল সম্পর্ক রয়েছে। চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও ভাল সম্পর্ক বজায় রেখে চলে। এ কারণে চীন এই সংকট নিয়ে উদ্বিগ্ন সকলের কাছে পৌছাতে পারে। তাই চীন যুদ্ধ থামাতে শান্তি আলোচনাকে উৎসাহিত করবে এবং যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির আহ্বান জানাবে। আমাদের এখন বিজ্ঞ হতে হবে, সাহসী হতে হবে। আমাদের এখন কূটনৈতিক প্রচেষ্টা দরকার। তাকে প্রশ্ন করা হয়, বেইজিং মস্কোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে কিনা। উত্তরে কিন বলেন, চীন ও রাশিয়ার মধ্যে যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানী সম্পর্কিত যোগাযোগ রয়েছে তা দুটি স্বাধীন স্বার্বভৌম দেশের মধ্যেকার স্বাভাবিক বিষয়। এগুলো বিশ্ব বাণিজ্য সংস্থাসহ সকল আন্তর্জাতিক আইন মেনেই এই সম্পর্ক স্থাপিত হয়েছে। এদিকে চীনা গণমাধ্যম সিজিটিএন দাবি করেছে, ৯ মিনিটের ওই সাক্ষাৎকারে হোস্ট মোট ২৩ বার চীনা দূতকে তার বক্তব্য শেষ করতে বাধা দিয়েছে। তারপরেও ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করতে পেরেছেন তিনি। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেছিলেন, বেইজিং মস্কোকে কোনো সামরিক সহায়তা দিলে তার ‘পরিণাম ভোগ করতে হবে’। এর পরেই চীনের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং। তবে, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে রাজি হওয়ার খবরকে ‘তথ্যবিকৃতি’ বলে গত সপ্তাহেই উড়িয়ে দিয়েছিল চীন। তবে, ইউক্রেনে হামলা করা রাশিয়াকে ভর্ৎসনা করতে নারাজ চীন। সিবিএস নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।