বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নে নোয়াখালী পাবলিক কলেজের ছাত্র ইয়াছিন আরাফাত শান্ত এর (২০) উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা এসময় শান্তকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়াছিন আরাফাত, তার স্বজন ও মামলার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাদির হানিফ ইউনিয়নের সিরাজ উদ্দিনপুর চডান সংলগ্ন এলাকায় স্থানীয় বাসেত ও ছাব্বির এর নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র দল শান্তকে গতিরোধ করে হামলা করে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতের শোর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। ইয়াছিন আরাফাত শান্তকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার করে।
এ ব্যাপারে নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন মোঃ আবদুল আজিমের সেল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ নিয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্থের মা মোসাঃ মারজাহান বেগম থানায় একটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িত সাকিব নামে একজনকে (এজহারনামীয় ৪নং) আটক করেছে পুলিশ। মামলার অন্য আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।