Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসহায় শিশুকে রাস্তায় রেখে পালালেন নারী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১১:৪৩ এএম

বাগেরহাটে বোরকা পরা এক নারী রাস্তায় ওপর আড়াই বছর বয়সী বাক প্রতিবন্ধী শিশুকে রেখে পালিয়ে গেছেন। পরে এলাকাবাসীর খবরের ভিত্তিতে অবুঝ শিশুটিকে পুলিশ উদ্ধার করেছে।

রোববার (২০ মার্চ) বিকেলে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত নিরাপদ আবাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। এর আগে দুপুরে বাগেরহাট শহরের দক্ষিন হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে বোরকা পরিহিত এক নারী শিশুটিকে সাবেক পৌর কাউন্সিলর অহিদুজ্জামানের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে অহিদুজ্জামানের ছেলে জাহিদুল ইসলাম যুবরাজ শিশুটিকে স্কুলের গেটে রেখে আসেন।

দক্ষিণ হাড়িখালী গ্রামের মাহমুদা বেগম বলেন, বেলা ১১টার কিছু পরে স্কুলের সামনে দেখি কোন অভিভাবক ছাড়া একটি শিশু হাঁটাহাঁটি করছে। আমি কাছে যেতেই আমার কোলে উঠে। এরপর থেকে আর নামছে না। পরে আমি বিদ্যালয়ের শিক্ষকদের জানাই।

মনিরা বেগম নামের আরেক নারী বলেন, সকালে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে দেখি কালো বোরকা পরিহিত মধ্য বয়সী এক নারী একটি শিশুকে কোল থেকে রাস্তার উপর নামিয়ে জোর পায়ে হেঁটে যাচ্ছে। শিশুকে রেখে কেন চলে যাচ্ছেন জানতে চাইলে, কোন কথা না বলে দ্রুত সে চলে যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করেছি। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাট শহর সমাজসেবা অধিদপ্তরের কর্মর্কতা, এসএম নাজমুছ সাকিব বলেন, শিশুটিকে আপাতত শহরের দশানীস্থ সরকারি শিশু পরিবারের নিরাপদ আবাসন কেন্দ্রে রাখা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশু পরিবারেই তার সেবা যত্ন করা হবে। শিশুটির পরিবারকে খুঁজে না পাওয়া গেলে খুলনা বিভাগীয় ছোটমনি নিবাসে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তা

১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ