Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট জনগণ

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষ দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম হু হু করে বাড়ছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ প্রায় সব নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। একের পর এক পণ্যের দাম বাড়লেও সাধারণ মানুষের আয় কিন্তু বাড়েনি। তাই কম দামে টিসিবির পণ্য পেতে এদিক-ওদিক ছুটছে নারী-পুরুষ থেকে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরাও। টিসিবির ট্রাকের পিছনে মানুষের সারি দিন দিন লম্বা হচ্ছে। নিম্নবিত্তের সারির সাথে পাল্লা দিয়ে মধ্যবিত্তের সারিও যোগ হচ্ছে লাইনে। টিসিবির পণ্যবাহী ট্রাক দেখলেই ছুটছে সাধারণ মানুষ। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন বাড়ছে মানুষের ক্ষুধা। ক্ষুধা মেটাতেই তাদের আপ্রাণ চেষ্টা। টিসিবির ট্রাকের পেছনে মানুষগুলোর দৌড় দেখলে মনে হবে চারদিকে যেন খাদ্যের জন্য হাহাকার চলছে। কোভিড পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের জীবন এমনিতেই বিপর্যস্ত, তার ওপর আবার নিত্যপণ্যের লাগামহীন দাম! এ যেন অসহায় মানুষের উপর মড়ার ওপর খাঁড়ার ঘা! মানুষ কতটা কষ্টে আছে তা টিসিবির ট্রাকের পেছনে লাইনের সারি দেখলেই বোঝা যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। এ অবস্থা থেকে পরিত্রাণ জরুরি।

মো. আশরাফুল ইসলাম
চট্টগ্রাম



 

Show all comments
  • jack ali ২৩ মার্চ, ২০২২, ১২:১০ পিএম says : 0
    আওয়ামী লীগ হচ্ছে আমাদের দেশের মালিক তারা যদি খেয়ে বাঁচে তাহলে আমরাও বাঁচব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্রব্যমূল্যের যাঁতাকলে পিষ্ট জনগণ
আরও পড়ুন