প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস নিহত হয়েছেন। শুক্রবার (১৮ মার্চ) রাজধানী কিয়েভে এ ঘটনা ঘটে। এক বিবৃতির মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ওকসানার নিজ দল ‘ইয়ং থিয়েটার’। ওকসানার বয়স ছিল ৬৭ বছর। তিনি ইউক্রেনের সর্বোচ্চ শৈল্পিক সম্মানে ভূষিত হয়েছিলেন।
নিহত অভিনেত্রীর টিম ‘ইয়ং থিয়েটার’ একটি বিবৃতিতে জানিয়েছে, কিয়েভের একটি আবাসিক ভবনে রকেট গোলাগুলির সময়, ইউক্রেনের জনপ্রিয় শিল্পী ওকসানা শভেটস নিহত হয়েছেন।
ইয়ং থিয়েটার ফেসবুক পোস্টে লিখেছে, ‘প্রতিভাবান অভিনেত্রীর উজ্জ্বল স্মৃতি সর্বদা আমাদের মনে থাকবে। আমাদের দেশে যে শত্রুরা এসেছে তাদের কোনো ক্ষমা নেই।”
দ্য মিরর প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ওকসানা ইউক্রেনে কয়েক দশক ধরে মঞ্চ এবং পর্দার একজন অভিজ্ঞ অভিনেত্রী ছিলেন এবং দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় পুরস্কার জিতেছিলেন। মঞ্চে অভিনয় ছাড়াও, শভেটস ‘দ্য সিক্রেট অফ সেন্ট প্যাট্রিক’, ‘দ্য রিটার্ন অফ মুখতার’ এবং টিভি শো ‘হাউস উইথ লিলিস’ সহ বিভিন্ন ইউক্রেনীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, ওকসানা রুশ হামলায় মারা যাওয়া বেশ কয়েকটি হাই-প্রোফাইল ব্যক্তিত্বের একজন। তার আগে, এই মাসের শুরুতে অভিনেতা পাশা লি-র মারা যাওয়ার খবর সামনে আসে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। দেশটির বহু বেসামরিক স্থপনায় রুশ সেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। জাতিসংঘ কয়েকশ' বেসামরিক নিহতের কথা নিশ্চিত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।