Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

গাজরের হালুয়া তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১১:০৪ পিএম

গাজর কাঁচা খেতে যেমন সুস্বাদু, তেমনই এটি দিয়ে তৈরি নানা ধরনের খাবারও খেতে বেশ লাগে। বিশেষ করে গাজরের হালুয়া হলো জিভে জল আনা একটি নাম। বিশেষ সব আয়োজনে রাখতে পারেন এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক, গাজরের হালুয়া তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গাজর- দেড় কেজি (কুচি বা গ্রেট করা)
চিনি- ২ কাপ
দুধ- ২ লিটার
এলাচ- ৩/৪টি
দারুচিনি- ২/৩টি
কাজু বাদাম- ১০-১২টি
ঘি- ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

দুধটুকু জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। দুধের মধ্যে গ্রেট করা গাজর দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মাঝারি আঁচে নাড়তে থাকুন গাজর নরম হয়ে আসা পর্যন্ত। এরপর চিনি, এলাচ ও দারুচিনি দিয়ে ধীরে ধীরে নাড়ুন। দুধ শুকিয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিন। দুধ শুকিয়ে এলে ঘি দিয়ে নেড়ে দিন। হালুয়া প্যানের গা ছেড়ে এলে নামিয়ে নিন। এরপর কাজু বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজরের হালুয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ