বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ মার্চ) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতক্ষীরা জেলার আশাশুনির সইতপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঝর্ণা খাতুন, কালিগঞ্জের রতনপুর গ্রামের শারমিন বেগম ও মিঠু শেখ, সদর উপজেলার তুজুলপুর গ্রামের তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী বেগম, বৈকারী এলাকার আমজাদ হোসেন, মান্নাফ শেখ ও বাসের হেল্পার আসলাম আলীর নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বলফিল্ড মোড়ের ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, বাসটি (ঢাকা মেট্রো-জ ১৪০১৭৯) খুলনা থেকে সাতক্ষীরায় আসছিল। পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এসে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি তখন এদিক-সেদিক করে স্থানীয় একটি রেস্তোঁরার সামনে যেয়ে উল্টে যায়। এতে অন্তত ২৫জন আহত হন। এসময় বাসের হেল্পার আসলামকে বালির স্তুপের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়া অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে থাকা লোকদের উদ্ধারে অংশ নেয়। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।