Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আইসিএও’র আলোচনায় যোগ দেবে মালয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১২:১৪ এএম


মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ এর ট্র্যাজেডি বিষয়ে শিকাগো কনভেনশন অনুসারে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) আলোচনায় অংশ নেবে মালয়েশিয়া। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় (এমওটি) বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ২০১৪ সালে এমএইচ-১৭ ট্র্যাজেডির জন্য দায়ী পক্ষগুলো বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের অধীনে স্বচ্ছভাবে পরিচালিত একটি বিচারিক প্রক্রিয়ার প্রতি সরকার প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করেছে। বিমানটিতে থাকা ৪৩ জন মালয়েশিয়ান নাগরিকসহ নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচার চাইতে সরকার প্রতিশ্রæতিবদ্ধ। ২০১৪ সালের ১৭ জুলাই এমএইচ-১৭ ফ্লাইটটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। যখন এটি পূর্ব ইউক্রেনে গুলিবিদ্ধ হয় তখন এতে ২৯৮ জন যাত্রী নিহত হয়। অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস এমএইচ-১৭ নামানোর বিষয়ে আইসিএওতে রাশিয়ার বিরুদ্ধে যৌথ আইনি পদক্ষেপ শুরু করেছে। বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের কনভেনশনের ৮৪ অনুচ্ছেদের অধীনে যৌথ আইনি পদক্ষেপ শুরু করেছে। যা সাধারণত শিকাগো কনভেনশন নামে পরিচিত। এমওটি বলছে, জড়িত সব রাষ্ট্র ও পক্ষকে ট্রায়ালের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) রেজুলেশন ২১৬৬ (২০১৪)। আরও বলা হয়, অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য আইনের একটি পুঙ্খানুপুঙ্খ ও সম্প‚র্ণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যাতে ভিকটিমদের ও এমএইচ-১৭ এর পরবর্তী আত্মীয়দের সম্মান জানানো যায়। এমওটি বলেছে, প্রক্রিয়াটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও চ‚ড়ান্ত হয় তা নিশ্চিত করতে মালয়েশিয়া সমানভাবে প্রতিশ্রæতিবদ্ধ। শিকাগো কনভেনশন হলো একটি যুগান্তকারী চুক্তি। যা ১৯৪৪ সালে আকাশপথে আন্তর্জাতিক পরিবহনের অনুমতি দেওয়ার মূল নীতিগুলোকে প্রতিষ্ঠিত করেছিল ও আইসিএও তৈরির দিকে পরিচালিত করেছিল। বিশেষ সংস্থা যা তখন থেকেই এটি তত্ত¡াবধান করে আসছে। স্ট্রেইট টাইমস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিএও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ