Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় পথচারী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২২, ১১:৫৭ এএম

মানিকগঞ্জের ঘিওরে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জালাল উদ্দিন (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত একজন কর্মচারী ছিলেন। তার চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জালাল মিয়ার ছোট ছেলে আব্দুল মজিদ জানান, প্রতিদিনের মতো সকালে প্রাতঃভ্রমণে বের হন তার বাবা। সকাল ৭টার দিকে বাড়ির অদূরে একই এলাকার রিকশাচালক আব্দুল মাজেদ আরেকটি রিকশাকে ওভারটেক করতে গিয়ে জালাল মিয়াকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে জালাল মিয়া মারা যান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ