বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা হতে চুরি হওয়া ১৩ লাখ টাকাসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানায়, ফরিদপুর জেলা পুলিশ।
গ্রেফতাররা হলেন- ফারুক শেখ (৬০) ও মোহাম্মদ আলী (৪৫)।
সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে থেকে জানা যায়, ফরিদপুরের সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা থেকে চুরি যাওয়া নগদ ২০ লাখ টাকার মধ্যে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয় চুরির সঙ্গে জড়িত চক্রের ওই দুই সক্রিয় সদস্যকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।