মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ন্যাটোর বিশেষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে বেলজিয়ামে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন সঙ্কট নিয়ে আগামী ২৪ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বাইডেনের ব্রাসেলস সফরের পরিকল্পনা ঘোষণা করেছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি। এর কয়েক ঘণ্টা পর ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বৈঠকের আহ্বান জানিয়ে টুইট বার্তা দেনে। সেখানে বলেন, জোটের সদস্যরা ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন এবং ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন’।
এ দিকে প্রায় তিন সপ্তাহ ধরে কিয়েভের ওপর রাশিয়ান বাহিনীর আক্রমণ ও অন্যান্য শহরে বোমাবর্ষণের মধ্যে তিনজন ইউরোপীয় নেতা ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে রাজধানী কিয়েভ সফরে গেছেন। সফরকারী নেতাদের মধ্যে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে বৈঠকে ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিত্ব করতে পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি ও স্লোভেনীয় প্রধানমন্ত্রী জেনেজ জানসাসহ মঙ্গলবার কিয়েভে গেছেন।
এ দিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বাইডেন বুধবার ইউক্রেনে নতুন নিরাপত্তা সহায়তা হিসেবে ৮০ কোটি ডলার প্রদানের ঘোষণা দেবেন। তিনি এর আগে শনিবার ইউক্রেনে সামরিক সরঞ্জামের জন্য অতিরিক্ত ২০ কোটি ডলার সহায়তা ঘোষণা করেছেন, এতে গত ২৬ ফেব্রুয়ারি ঘোষণাসহ মোট এই সহায়তা ৩৫ কোটি ডলার ছাড়িয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের বৃহত্তম সহায়তা প্যাকেজ।
বুধবার ৮০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তায় কী ধরনের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে হোয়াইট হাউস কর্মকর্তা সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে তিনি জানান, গত এক বছরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬০০টির বেশি স্ট্রিংগার মিসাইল, আনুমানিক ২,৬০০টি জ্যাভলিন অ্যান্টি-আরমার সিস্টেমসহ রাডার সিস্টেম, হেলিকপ্টার, গ্রেনেড লঞ্চার, বন্দুক এবং গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।