Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার পৌর এলাকায় দেড়শো কোটি টাকায় নির্মিত ২৯টি সড়ক উপ-সড়কের উদ্বোধন শিগগিরই

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১১:৩৯ পিএম

কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প থেকে প্রথমধাপে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৯টি সড়ক-উপ সড়কের উদ্বোধন হতে যাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি'র) ৮টি প্রকল্পের ৩২ কিলোমিটার সড়কের কাজ ইতোমধ্যে ৯৫ ভাগ শেষ হওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান।

তিনি জানান, টেকসই আরসিসি ঢালাই সড়কগুলোর ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন শেষ মুহুর্তের কাজ চলছে। সেই কাজ দ্রুত শেষ হলে আগামী মাস অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে কক্সবাজার এসে এসব সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার দুপুরে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ শেষে চলমান কাজের অগ্রগতি অবহিত হওয়ার পর মেয়র মুজিবুর রহমানের অনুরোধের প্রেক্ষিতে আগামী মাসের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী ও সিনিয়র সচিব।

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম জানান, মেয়র মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি'র) ৮টি প্রকল্পের কাজ শেষের পথে। এখন উদ্বোধনের অপেক্ষা মাত্র। সেই লক্ষ্যে দিনরাত সব ধরনের কাজ এগিয়ে চলছে বলে জানান, পৌরসভার প্রধান নির্বাহী।

এদিকে কাজের অগ্রগতি সম্পর্কে কক্সবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশ জানান, পৌর এলাকায় কয়েকটি প্রকল্পের অধিনে প্রায় তিনশো কোটি টাকার কাজ চলছে। এরমধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রায় দেড়শো কোটি টাকার কাজ উদ্বোধন হবে।

সেই লক্ষ্যে চলতি মাসের মধ্যে সবগুলো কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বে থাকা এই ইঞ্জিনিয়ার।

এদিকে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ২৯টি সড়কের উদ্বোধন হবে জানিয়ে সবগুলো কাজ শেষ করার লক্ষ্যে পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ