Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে পারটেক্স ও ফোমের গুদামে অগ্নিকান্ড

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১:৪০ পিএম

রাজশাহী নগরীর নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকার একটি পারটেক্স ও ফোমের গুদামে মঙ্গলবার সকাল এগারোটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের রাজশাহীর উপ-পরিচালক দিদারুল আলম জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামের এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিং এর ঝালাইয়ের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

গুদামে ফোম ও আঠাসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়। তবে ভেতরে কেউ আটকা ছিলেন না। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।

গুদামের পাশেই গুদাম মালিক শহিদুল ইসলাম বাচ্চুর বাড়ি। আগুন লাগার পর প্রথমে তাঁকে গুদামের পাশে দেখা গেলেও পরে আর তাকে পাওয়া যায়নি। পুরোপুরি আবাসিক এলাকায় এ ধরনের দাহ্য পদার্থের গুদাম করার কারণে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ