বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজন হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদি হাসান (২২) নামে আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে খুলনার চুকনগরে এই দুর্ঘটনা ঘটে। আহত যুবককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি কর হয়েছে।
নিহত রাজন হোসেন সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা শহর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
এছাড়া আহত মেহেদি হাসান সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার মিজানুর রহমানের ছেলে।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান জানান, মেহেদি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে
উচ্চমাধ্যমিক পাস করে বিশ^বিদ্যালয় ভর্তি কোচিং করছিলেন। তিনি পৌর ছাত্রলীগের কর্মী। রাজনও কলেজ ছাত্র। তিনিও পৌর ছাত্রলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, রাজন ও মেহেদি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। চুকনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মেহেদি।
তাকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। ঘাটত ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।