Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভোপালে ৪ বাংলাদেশি গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১২:০১ এএম

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামাত-ই-মুজাহিদিন-বাংলাদেশ (জেএমবি) এর সাথে জড়িত সন্দেহে চার বাংলাদেশিকে রোববার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালের দুটি স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) এক বিবৃতি দিয়ে একথা জানিয়েছে।

বিবৃতি অনুসারে, এটিএস-এর একটি দল রোববার ভোরবেলা আইশবাগ এবং করোন্দ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেই অভিযানে গ্রেফতার করা হয় তাদের। অভিযুক্তরা ভাড়া করা বাসায় থাকত। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অভিযুক্ত ফজহার আলি (৩২), মোহাম্মদ আকিল (২৪), জাদুরউদ্দিন পাঠান (২৪) এবং ফজহার জয়নুল আবদিন (৩২) সকলেই বাংলাদেশের বাসিন্দা। সন্ত্রাসী কর্মকাÐে জড়িত থাকার জন্য তারা একটি সিøপার সেল প্রস্তুত করছিল। এর মাধ্যমে তারা ভবিষ্যতে গুরুতর দেশবিরোধী ঘটনা ঘটাতে চেয়েছিল।’ জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক যন্ত্রপাতি ও অপরাধমূলক নথি পাওয়া গেছে। এর থেকে প্রাথমিক পর্যায়ে জানা গেছে, আটকরা জামাত-ই-মুজাহিদীন-বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন এটিএসের ডেপুটি আইজিপি ডা. আশিস। বিদিশার বাসিন্দাসহ দুজনকেও এই মামলায় আটক করা হয়েছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র এ বিষয়ে টুইট করে লেখেন, ‘ভোপালে যাদের গ্রেফতার করা হয়েছে তারা নিষিদ্ধ সংগঠন জামাত-ই-মুজাহিদিন বাংলাদেশের সন্দেহভাজন সদস্য। আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস এবং নথি উদ্ধার করেছি। তদন্ত শুরু হয়েছে এবং সন্ত্রাস ছড়ানোর যেকোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র : টিওআই।

তবে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. কামরুজ্জামান ইনকিলাবকে বলেন, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালের দুটি স্থান থেকে চার বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ