বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।
শহর জামায়াতের প্রচার সেক্রেটারী
জাহেদুল ইসলাম নোমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪মার্চ সোমবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর জামায়াতের নায়েবে আমীর সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল ফারুক।
উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী রিয়াজ মুহাম্মদ শাকিল, সাংগঠনিক সেক্রেটারী দেলাওয়ার হোসাইন,ছাত্রশিবির শহর সভাপতি রাশেদুল হক, শ্রমিক কল্যান জেলা সাংগঠনিক সম্পাদক এমইউ বাহাদুর, শহর জামায়াত কর্মপরিষদ সদস্য দরবেশ আলী আরমান, জাহেদুল ইসলাম নোমান, মাওঃ আব্দুর রশিদ ও মোঃ নুরুল আমিন প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বলেন, সরকারের লাগামহীন দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণেই দেশে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ সবকিছুতেই অগ্নিমূল্যের ফলে জনদুর্ভোগ এখন চরমে উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কার্যত কোনো পদক্ষেপ নেই। এসব অনিয়মের সাথে সরকার সংশ্লিষ্টরা জড়িত থাকার কারণেই সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। চরম অব্যবস্থাপনার ফলে বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় দেশে এখন নিরব দুর্ভিক্ষ শুরু হয়েছে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অবৈধ সরকার জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করছেনা। যেহেতু এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় তাই তারা জনগণের দুর্বিষহ অবস্থা নিয়ে চিন্তা ভাবনাও করে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি আজ মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সরকার চাল, ডাল, তেল, পিয়াঁজ, রসুন ও শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয়েছে।
বক্তারা বলেন, আওয়ামী লীগ নিজের ক্ষমতা রক্ষায় ব্যস্ত। নেতৃবৃন্দ অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ অবৈধ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন করে সকল দলের অংশ গ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।