বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাল,ডাল,তেল,পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার সকালে জেলা শহর মাইজদী পৌর বাজার এলাকায় শহর জামায়াতের ব্যানারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন ফারুক প্রমুখ।
এ সময় বক্তরা বলেন চাল,ডাল, তেল, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দ্রব্যমুল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান,তা না হলে জনগণ ফুঁসে উঠবে এবং সরকারকে জনরোষে পড়ে জনধীকৃত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।