মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (রোববার) আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনের সকল পরমাণু স্থাপনার নিরাপত্তা ও নির্ভরযোগ্য প্রযুক্তিসহ বিভিন্ন সহায়তা বিষয়ে তিনি রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি কাঠামো চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, আইএইএ যে কোন সময় উত্থাপিত কাঠামো অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত। উভয় পক্ষের সম্মতি পেলে এই কাঠামো চুক্তিটি কার্যকর করা হবে।
তিনি আরো বলেন, ইউক্রেনের পরমাণু বিদ্যুত্ কোম্পানির দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী, চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দু’টো লাইনের মধ্যে একটি মেরামত হয়েছে। ফলে পুনরায় কেন্দ্রটির জন্য বিদ্যুত সরবরাহ করা যাচ্ছে।
এর আগে আইএইএ জানায়, তারা ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের দূর পর্যবেক্ষণ সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে সেখান থেকে কোনো তথ্য পাচ্ছে না জাতিসংঘের ওয়াচডগ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ। গত সপ্তাহে ওই পরমাণু কেন্দ্রটির দখল নেয় রাশিয়ার সেনারা। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।