মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- আইএইএ’র একজন মুখপাত্র বলেছেন, ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার দুর্ঘটনার বিষয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার সংস্থার যোগাযোগ অব্যাহত রয়েছে। আইএইএ’র মুখপাত্র ফ্রেডেরিক ডাল রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার সংস্থা নাতাঞ্জে রোববার ঘটে যাওয়া দুর্ঘটনার খবর গণমাধ্যম থেকে অবগত হয়েছে এবং এ ব্যাপারে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস নাতাঞ্জের দুর্ঘটনাকে ‘অন্তর্ঘাতমূলক তৎপরতা’ উল্লেখ করে লিখেছে, ভিয়েনায় যখন ইরানের পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার আলোচনা চলছে তখন ওই আলোচনাকে ভেস্তে দেয়ার লক্ষ্যে নাতাঞ্জে হামলা চালানো হয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ সম্পর্কে একজন মার্কিন কর্মকর্তার প্রতিক্রিয়া প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, মার্কিন সরকার ইরানের নাতাঞ্জ স্থাপনায় হামলার খবর জানে। তবে তিনি দাবি করেন, এই হামলায় আমেকিরার কোনো হাত নেই। রৈাববার সকালে ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গোলযোগ দেখা দেয়। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ব্যবস্থায় যে হামলা হয়েছে তা থেকে বোঝা যায় পরমাণু শিল্পে ইরানের চোখধাঁধানো সাফল্য অনেকে সহ্য করতে পারছে না। এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইরান যে সফলতা অর্জন করেছে তার প্রতিশোধ নিতে চায় ইহুদিবাদী ইসরাইল। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকে তিনি সোমবার এ মন্তব্য করেন। রোববার ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে যে অন্তর্ঘাতম‚লক তৎপরতা চালানো হয়েছে সে ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন জাওয়াদ জারিফ। তিনি বলেন, ইসরাইলের লক্ষ্য অর্জন করতে দেবে না ইরান বরং তাদের অন্তর্ঘাতম‚লক তৎপরতার প্রতিশোধ নেয়া হবে। এর আগেও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যৌথভাবে সাইবার হামলা চালিয়েছিল। অপরদিকে, রাশিয়া বলেছে, ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় যে বিস্ফোরণ ঘটেছে তাতে বাইরের কারো হাত থেকে থাকলে তার নিন্দা জানায় মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান। তিনি আরো বলেন, ইরানের পরমাণু সমঝোতার ভবিষ্যত নিয়ে চলমান ক‚টনৈতিক প্রচেষ্টার ওপর নাতাঞ্জের বিস্ফোরণের ঘটনা কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে রাশিয়া আশা করছে। জাখারোভা বলেন, “আমরা আশা করছি নাতাঞ্জের ঘটনা পরমাণু সমঝোতার বিরুদ্ধাচরণকারীদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এবং এই সমঝোতাকে সক্রিয় করতে ভিয়েনা-কেন্দ্রীক যে ক‚টনৈতিক প্রচেষ্টা চলছে তাকে দুর্বল করবে না।” অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত শুক্রবার পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি সপ্তাহে এ আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। আমেরিকা কীভাবে পরমাণু সমঝোতায় ফিরতে পারে তা নিয়ে আলোচনা করার লক্ষ্যেই ম‚লত ভিয়েনা বৈঠকের আয়োজন করা হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশটির ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করেই আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। আর আমেরিকা ফিরে আসার পরই তেহরান এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে মেনে চলতে শুরু করবে। আরটি, তাস, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।