Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাবুলের লড়াই এবার বালিগঞ্জে আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন

মমতা টুইট করে জানালেন দুই কেন্দ্রের দুই প্রার্থীর নাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপ নির্বাচনে দাঁড় করাল তৃণমূল। আসানসোল লোকসভা কেন্দ্রে তার ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হলেন শত্রুঘ্ন সিনহা। উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করে চমক জোড়াফুল শিবিরের। গত শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন বাংলার দুই ফাঁকা লোকসভা এবং বিধানসভা আসনে উপ নির্বাচনের ঘোষণা করে। আর রবিবারই সেই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানালেন দুই কেন্দ্রের দুই প্রার্থীর নাম। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাবুলকে এবার সুব্রত মুখোপাধ্যায়ের আসনে দাঁড় করাল তৃণমূল। টালিগঞ্জ বিধানসভা আসন থেকে পদ্ম প্রার্থী হিসেবে যে বাবুলকে দেখা গিয়েছিল, সেই বাবুলই এবার বালিগঞ্জে ঘাসফুল প্রার্থী। তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বালিগঞ্জ আসনটি বর্তমানে ফাঁকা। ফলে এবার সেই আসনে প্রতিদ্ব›িদ্বতা করতে দেখা যাবে বাবুলকে। অন্যদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন বাবুল সুপ্রিয়ো। তার ছেড়ে যাওয়া আসনে এবার তৃণমূল দাঁড় করাল শত্রæঘœ সিনহাকে। আগামী ১২ এপ্রিল রাজ্যে উপ নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র দু›টির নির্বাচনের গণনা আগামী ১৬ এপ্রিল। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বর্তমানে ফাঁকা। পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর বাবুল সুপ্রিয়ো তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে তার আসানসোল লোকসভা আসনটিও বর্তমানে ফাঁকা। ফলে এই দুই কেন্দ্রে উপ নির্বাচনের ঘোষণা করেছে কমিশন। উল্লেখ্য, দলবদল করার পরই প্রাক্তন দল সম্পর্কে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। একটি ফেসবুক পোস্টে বিজেপি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে তিনি লিখেছিলেন, বিজেপি তার সঙ্গে বেইমানি করেছে। বিশ্বাসঘাতকতা করেছে। বদলে বহিরাগতদের চাটার্ড প্লেনে চড়িয়েছে। তবে তিনি জানিয়েছেন, বিজেপির জন্য তিনি যা করেছেন, তার জন্য গর্বিত। বিজেপির প্রতীকে লড়ে টানা দু›বার আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে, কংগ্রেস থেকে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন শত্রæঘœ সিনহা। পাটনা সাহিব থেকে বিজেপির সংসদ সদস্য ছিলেন। এরপর তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এতদিন তিনি তৃণমূলের বিদেশনীতি সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতার কাজ করতেন। সকলকে চমকে দিয়েই ‘বিহারী বাবু’-কে এবার আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ