Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১:১৬ পিএম

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বপন রায় (২৮) ও তার স্ত্রী সুমি রায় (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক রতন রায়। রতন রায় নিহত স্বপনের ছোট ভাই।

রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জেলা সদরের সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের কাজীরহাট বাজারে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত স্বপন ও সুমি উত্তরা ইপিজেডের খেলনা প্রস্তুতকারী সনিক কারখানার শ্রমিক ছিলেন। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দাহ গ্রামে।

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রীসহ তিন শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। তারা কাজীরহাট বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে স্বপন ও তাঁর স্ত্রী সুমি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেল চালক রতন।

নীলফামারী থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহত রতনকে নীলফামারী জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পলতাক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ