Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

একটি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সিস্টেমের কিছু অংশ সম্প্রতি পরীক্ষা করেছে উত্তর কোরিয়া বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, আন্তঃমহাদেশীয় ওই ক্ষেপণাস্ত্র ন্যূনতম সাড়ে ৫ হাজার কিলোমিটার (৩৪১৭ মাইল) পরিসীমাসহ অর্থাৎ যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এছাড়া এতে পারমাণবিক অস্ত্র বহনের অপশনও রয়েছে। যুক্তরাষ্ট্র এই ধরনের অস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উত্তেজনা বৃদ্ধি’ বলেও আখ্যায়িত করেছে। যদিও পিয়ংইয়ং দাবি করছে, গত ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় এবং একটি পুনরুদ্ধার স্যাটেলাইট নির্মাণের উদ্দেশেই তা নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখন বলছে যে, সম্ভাব্য পুরো মাত্রায় আইসিবিএম টেস্টের আগে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রগুলো ছিল মূলত পরীক্ষামূলক উৎক্ষেপণ। এদিকে, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেন, উত্তর কোরিয়ার চালানো দু’টি পরীক্ষা ‘নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত’। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই উৎক্ষেপণের তীব্র নিন্দা করছে। এই ধরনের অস্ত্র পরীক্ষা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক রেজুলেশনের লঙ্ঘন। একইসঙ্গে এটি অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়ায় এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার ঝুঁকি সৃষ্টি করে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ