Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে চলন্ত কারে অগ্নিকান্ড !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ৩:৩৩ পিএম

হঠাৎ করে চলন্ত প্রাইভোট কারে ঘটলো ভয়াবহ অগ্নিকার্ন্ড। মুর্হুতে পুড়ে চাই হয়ে গেলে চোখের সামনে। তবে কারের যাত্রীরা রক্ষা পেলেন প্রাণে। ঘটনাটি ঘটেছে সিলেট জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকায়। গত বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন- এসএমপির জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান। তিনি জানান- প্রাইভেট কারটি সিলেট অভিমুখে চলছিল। জাঙ্গাইল এলাকায় আসার পর হঠাৎ প্রাইভেট কারের সামনের দিকে আগুন লেগে যায়। বিষয়টি আঁচ করে চালক রাস্তার পাশে প্রাইভেট কারটি থামিয়ে চলে যায় নিরাপদ দূরত্বে। এরপর কিছু সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট কারটি। এতে ঘটেনি কোন হতাহতের ঘটনা। গাড়ির ব্যাটারি সংযোগ থেকে ঘটতে পারে অগ্নিকান্ডের ঘটনাটি, প্রাথমিকভাবে এমন ধারনা করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ