Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্যুরিস্ট ভিসা চালু করছে মালয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২৬ এএম

সর্বশেষ করোনা মহামারীর সময়ে স্থগিত হওয়া ট্যুরিস্ট ভিসা দীর্ঘ দুই বছর পর পুরোদমে চালু করার ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব আরো বলেন, মালয়েশিয়া পহেলা এপ্রিল থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য তার সীমানা সম্প‚র্ণরূপে আবার খুলে দেবে। দ্য স্টার মালয়েশিয়া অনলাইনে এ খবর দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়া থেকে ফেরত আসা কর্মী যারা সম্প‚ণরূপে টিকাপ্রাপ্ত বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন তারা খুব সহজেই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনো কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই। তবে তাদের অবশ্যই যাত্রার দুই দিন আগে একটি আরটি-পিসিআর পরীক্ষা এবং পৌঁছানোর পরে একটি দ্রæত পরীক্ষা (আরটিকে) করতে হবে। সর্বশেষ ২০২০ সালের মার্চ মাস থেকে পর্যটনসহ সব ধরনের ভিসার কার্যক্রম বন্ধ করে দেশের সীমানা সম্প‚ণরূপে বন্ধ করে দেয়া হয়েছিল। তখন মহামারীর কারণে বিদেশী কর্মী ও পর্যটকদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। মালয়েশিয়ার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৯৮ শতাংশ সম্প‚ণরূপে টিকা দেয়া হয়েছে এবং অর্ধেকেরও বেশি বুস্টার ডোজ পেয়েছে। যদিও সা¤প্রতিক সময়ে ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে দেশের দৈনিক নতুন করে প্রায় ৩৩ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা ২০২০ এর মার্চে প্রথম করোনা ঢেউয়ের চেয়ে ৫ গুণ বেশি। তবে বর্তমানে টিকা গ্রহণের ফলে সংক্রমণ উপসর্গহীন ছিল। স্বাস্থ্যমন্ত্রী খয়েরি জামালুদ্দিন বলেছেন, আমরা এখন করোনার সাথেই জীবনযাপন করতে অভ্যাস্থ হয়ে গেছি তাই লকডাউনের কোন চিন্তা না করে টিকা গ্রহন ও সচেতনতার উপর নজর দিচ্ছি, পাশাপাশি শিশু ও বয়স্কদের প্রতি আরও যতœশীল হতে জনগন কে পরামর্শ দিয়েছি। দ্য স্টার মালয়েশিয়া।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ