মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী তার জন্য কেনা মার্সিডিজ-বেঞ্জ এস৬০০ লিমুজিন গাড়ি ব্যবহার করতে অস্বীকার করেছেন। এর পরিবর্তে প্রধানমন্ত্রীর দফতরে থাকা যেকোনো একটি গাড়ি তিনি ব্যবহার করবেন বলে জানিয়েছেন।
রোববার এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, 'আমি আপনাকে জানাতে চাই যে গতকাল (শনিবার) আমি একটি মার্সিডিজ এস৬০০ গাড়ি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছি, যেটি আমি অফিসে আসার আগে কেনা হয়েছে।'
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, 'এই পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ আমি চাই না আমার উপর নতুন কোনো খরচ হোক।' শনিবার রাতে সেলাঙ্গোর একটি মসজিদে নামাজের পর একই ধরনের মন্তব্য করেন তিনি।
আনোয়ার ইব্রাহিম বলেন যে, তার ব্যবহারের জন্য কোনও নতুন সরকারি গাড়ি কেনা হবে না এবং তার অফিস কোনও নতুন অপ্রয়োজনীয় আসবাবপত্র কিনবে না। পাবলিক ফান্ডের অপচয়ের বিরুদ্ধে এটি একটি নতুন সংস্কৃতির অংশ, যা সকলের দ্বারা অনুশীলন করা উচিত।
তিনি সাংবাদিকদের বলেন, 'শর্ত হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন কোনো কেনাকাটা করা যাবে না।'
সাধারণ মানুষদের উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, '১০০, ১০০০ বা ১০,০০০ মালয়েশিয়ান রিঙ্গিত- আপনি কতটুকু সংরক্ষণ করতে পারেন তা নিয়ে ভাবুন।'
দীর্ঘ প্রতিক্ষার পর মালয়েশিয়ার মসনদে বসেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, 'আমি বেতন না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলাম। আরও যেটা গুরুত্বপূর্ণ তা হলো আমাদের যে তহবিল আছে তা নষ্ট না করা।'
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'এটি সমস্ত বিভাগের কর্মকর্তাদের মনে রাখার বার্তা যে বর্তমান পরিস্থিতিতে আমাদের একটি নতুন সংস্কৃতি শুরু করা উচিত। নিজেদের সুবিধার জন্য সরকারি টাকা ব্যবহার করবেন না।'
নির্বাচনী প্রচারে ৭৫ বছর বয়সি আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছিলেন যে, তিনি সাধারণ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীর বেতন নেবেন না।
এরই মধ্যে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন যে, তার মন্ত্রিসভার আকার ছোট হবে। যদিও এখনও তিনি মন্ত্রিসভা ঘোষণা করেননি। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া ও ফ্রি মালয়েশিয়া টুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।