Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জের কাউন্সিলর আতিকের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১:৫০ পিএম | আপডেট : ১:৫২ পিএম, ১০ মার্চ, ২০২২

সাড়ে ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে বুধবার (৯ মার্চ) মামলাটি অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক অজয় কুমার সাহা শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্রে জানা গেছে।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমানের নামে মোট ৭ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ১১২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া গেছে। যার মধ্যে তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৮৫ লাখ ৬২ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ৫ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ১১২ টাকার অবৈধ সম্পদের তথ্য রয়েছে। আতিকুর রহমান তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদক

২৫ জানুয়ারি, ২০২৩
৪ জানুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ