Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পালানো মানুষের মধ্যে ৮ লাখ শিশু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া ২০ লাখ মানুষের মধ্যে আনুমানিক ৮ লাখের মতো শিশু আছে বলে জানিয়েছে সেইভ দ্য চিলড্রেন।বেসরকারি এই সংস্থাটি বলেছে, দেশ ছাড়তে শিশুদের অনেকে একাই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে আর কোনো সঙ্গী ছাড়াই সীমান্তে এসে হাজির হচ্ছে। “নিজেদের শিশুদের রক্ষার জন্য বাবা-মায়েরা অত্যন্ত বেপরোয়া, হৃদয়বিদারক পদক্ষেপ নিচ্ছে। বাড়ি রক্ষার জন্য তারা নিজেরা বাড়িতে থেকে নিরাপত্তার জন্য সন্তানদের প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে ইউক্রেইনের বাইরে পাঠিয়ে দিচ্ছে,” বলেছেন এনজিওটির কর্মকর্তা ইরিনা সাগোয়ান। মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি এ রকম একটি ঘটনার কথা তুলে ধরেছে। এতে পূর্ব ইউরোপের জেপোরোজিয়া থেকে ট্রেনে ১২’শ কিলোমিটারের বেশি পথ একা পাড়ি দিয়ে ১১ বছর বয়সী হাসানের সেøাভাকিয়া পৌঁছানোর কথা জানানো হয়েছে। হাসানের সঙ্গে ছিল কেবল ছোট দুটি ব্যাগ, পাসপোর্ট এবং সেøাভাকিয়ায় থাকা তার এক স্বজনের ফোন নম্বর। জেপোরোজিয়ায় মা ও নানীর সঙ্গে থাকতো হাসান। রুশ বাহিনী যখন শহরটিতে হামলা চালায় তখন হাসানের মায়ের পক্ষে তার বৃদ্ধা মা কে নিয়ে শহর ছাড়া সম্ভব ছিল না। তাই তিনি হাসানকে একাই ট্রেনে তুলে দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসান সীমান্তে পৌঁছায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ