Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ডায়েরিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্ত ২

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:২১ পিএম

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়েরিয়া আক্রান্ত হয়ে আরমান নামে পাঁচ মাসের শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিাকৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। জানা গেছে,নান্দাইল উপজেলার হারিয়াকান্দি গ্রামের অন্তর মিয়ার পাঁচ মাস বয়সের শিশু আরমান বৃহস্পতিবার ডায়েরিয়ায় আক্রান্ত হয়। স্থানীয় ভাবে চিকিৎসা করে সুস্থ্য না হওয়ায় শনিবার সকালে আরমানকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে শারীরর অবস্থার কিছু উন্নতি হলে সকালে শিশুর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান জানান, ডায়েরিয়া আক্রান্ত শিশু সুস্থ্য হয়ে উঠছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ ছাড়া সকালে অতিরিক্ত(লেকটুজেন) দুধ পান করানোর কারণে মৃত্যু হয়। অপরদিকে গত শনিবার ডায়েরিয়া আক্রান্ত শিশুসহ আরও দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলো-উপজেলার বারবারিয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের আবুল কালাম(৭৫) ও রাওনা ইউনিয়নের পাটুয়া গ্রামের আলামিন মিয়ার আট মাস বয়সের শিশু ইসমাইল। তাদেরক উন্নত চিকিসার জন্য আজ রোববার সকালে ঢাকা মহাখালী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎক ডাঃ তাওহিদুল ইসলাম জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ