Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডাক্তার নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ৮:৫৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডা.আব্দুর রশিদ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকেলে ওই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার পৌর সভার দত্তপাড়া এলাকার ডা.আব্দুর রশিদ (৭০) (অবসরপ্রাপ্ত) সোমবার বিকেলে মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে চরহোসেনপুর মার্কাজ মসজিদে নামাজের উদ্দেশ্য রওয়ানা দেয়। এমন সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চরহোসেনপুর এলাকায় কিশোরগঞ্জগামী একটি ড্রামট্রাক এসে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাথে সাথেই ডা. আব্দুর রশিদ গুরুতর আহত হয়.। পরে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ অবস্থায় সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটকে করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ