Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলায় এশীয় পুঁজিবাজারে ধস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

ইউরোপের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র জেপেরিজিয়ায় আগুন লাগার পর ধ্বস নেমেছে এশিয়ার পুঁজিবাজারগুলোয়। জাপানের নিক্কেই সূচক ২ দশমিক ৫ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ২ দশমিক ৬ শতাংশ কমে গেছে। বিদ্যুৎকেন্দ্রে রুশ সেনাদের বোমা হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। বিবিসি জানায়, কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত হয়েছে জানার পর বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, তারা ইউক্রেনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন এবং বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি সক্রিয় আছে বলে তাদের জানানো হয়েছে। ইউক্রেনে রুশ আক্রমণের প্রভাব ব্যাপকভাবে পড়েছে বিশ্বজুড়ে আর্থিক ও জ্বালানির বাজারে। কয়েক সপ্তাহ ধরে সব বাজার আদর্শেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে উঠে যাওয়ার পর এশিয়ার বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাস ও কয়লার দামও বেড়েছে বিশ্ব বাজারে। যুক্তরাজ্যে পাইকারি জ্বালানির মূল্যবৃদ্ধি পেট্রোল ও ডিজেলের গড় খরচকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। দেশটির পরিবার প্রতি জ্বালানি ব্যয় তিন হাজার পাউন্ড পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা আরোপের প্রভাব পড়েছে রাশিয়ার স্থানীয় মুদ্র রুবলের ওপর। ডলারের বিপরীতে রুবলের অবমূল্যায়নও অব্যাহত রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ