Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারাকান্দায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ৬:৪০ পিএম

ময়মনসিংহের তারাকান্দার বিসকা ইউনিয়নের আমসোলা গ্রামে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ভিক্ষুক জুবেদা খাতুনের সারা জীবনের কামাই করা ভিক্ষার টাকার একটি বসত ঘরসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। জুবেদার সব পুড়ে গেলেও কোরআন শরীফ টি অক্ষত অবস্হায় রয়েছে। বর্তমানে পরিবারের ৮ সদস্য দিয়ে খোলা আকাশের নিচে জুবেদা। পুড়ে যাওয়া ঘরের ভিডিতে বসে বিলাপ করে বলছেন, "ফিন্দনের কাপড়ডি ছাড়া আর কিছুই তো নাই গো, মাইগ্গা মাইগ্গা ভিক্ষা কইরা ঘরডা বাইনছিলাম গো, ছেলেডা বেনগাড়ী চালায়ইয়া কষ্ট কইরা সংসার চালায় গো, ঘরে ৯০ হাজার টেহা ছিল গো হেইডাও পুইড়া গেছে গো, ফিন্দনের কাপড়ডি ছাড়া আর কিছুই নাই গো"।

জানা যায়, তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আমসোলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী ভিক্ষুক জুবেদা খাতুন শুক্রবার সন্ধ্যার পর বাড়ির উঠানে পরিবারের সবাইকে নিয়ে রান্না করছিলেন। এসময় হঠাৎ দেখতে পান বসত ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলছে। কিছু বুঝার আগেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও কোন কাজ হয়নি। ঘরে থাকা নগদ ৯০ হাজার টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এখন সম্বল কেবল পড়নের কাপড়গুলো। পরিবারে ছোট বড় ৮ জন সদস্য নিয়ে ভিক্ষুক জুবেদা খাতুন পুড়ে যাওয়া ঘরের ভিটিতে বসে আহাজারি করছেন। এখন যে পুরো পরিবার রান্না করে একমুঠো ভাত মুখে দেবে তাও নেই তাদের। এলাকার অনেকেই রাত থেকে কিছু কিছু শুকনো খাবার দিয়ে সহযোগিতা করছেন।

ভিক্ষুক জুবেদা খাতুন পুড়ে যাওয়া ঘর মেরামত করার জন্য এলাকাবাসীসহ স্হানীয় চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ