মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাল আগামী রোববার তৃতীয় বারের মতো ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বৈঠক হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
শুক্রবার জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছেন বলে জার্মানির চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। যদিও ইউক্রেনের বেসামরিক লোকজনের জন্য মানবিকতার নিরিখে যুদ্ধবিহীন এলাকার বিষয়ে ঐকমত্যের কথা বলা হয়েছিল। কিন্তু এরপর এ নিয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি।
অন্যদিকে, ইউক্রেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা মিখাইলো পোদোলিয়াক টুইটে বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আলোচনায় ইউক্রেন যে ফলাফল আশা করছে, তা অর্জিত হয়নি। মানবিক বিবেচনায় যুদ্ধবিহীন এলাকা নির্ধারণই এখন একমাত্র সমাধান।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।