Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই ইউক্রেন নাবিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২১, ৮:৪১ এএম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত একটি সারবাহী জাহাজে দুই ইউক্রেন নাগরিক মারা গেছেন। একজন জাহাজেই মারা যান এবং অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে সেখানে মারা যান।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ইউরিয়া সার নিয়ে মারসাল আইল্যান্ড পতাকাবাহী কার্গো জাহাজ এমভি আসতারিয়া গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌছে। পণ্য খালাসরত অবস্থায় গত বৃহস্পতিবার বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে এক ইউক্রেন নাবিকে তার কেবিনে মৃত্যুবরণ করেন। তার ঠিক তিন ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারও অসুস্থ হয়ে পড়েন। পরে শিপিং এজেন্টর সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেখানেই ওই ইউক্রেন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। এ ঘটনা পতেঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে। দুই নাবিকের লাশ আইনগত নিয়ম মেনে তাদের দেশে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ