নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) পুরুষ দল। গত বছর কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আসন্ন বার্মিংহাম কমনওয়েলথ গেমসের টিকিট পেয়েছে লাল-সবুজের টিটি দল। ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) চিঠি দিয়ে তথ্যটি নিশ্চিত করেছেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর অ্যান লুইস মরগ্যান। পুরুষ দলগতের সদস্যরা হলেন- মুহুতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাদুল খায়ের হামজা ও রামহীম লিয়ন বম। ২৮ জুলাই থেকে ৮ আগষ্ট ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের এবারের আসরের খেলা। গেমেসের সাঁতার, অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক্স ও রেসলিং নিশ্চিত ছিল আগেই। ষষ্ঠ ডিসিপ্লিন হিসেবে এবার যুক্ত হল টেবিল টেনিস। এছাড়া ভারোত্তোলন এবং হকিও কোয়ালিফাইংয়ের পথে। কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই করার পর এবার বিদেশি কোচ চাইছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর শুক্রবার বলেন, ‘বার্মিংহাম কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই করার পর এবার আমাদের একজন বিদেশি কোচের প্রয়োজন। এ জন্য আমরা বিওএর কাছে বিদেশি কোচ চেয়ে সহসাই আবেদন করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।