Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে ট্রাকের ধাক্কায় বাইক চালক মৃত্যু, আহত ২

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:৩৮ পিএম

 আজ শুক্রবার ভোরে বিরামপুর ঢাকা মহাসড়কের রেলগেট নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বাইক চালক কে  চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। এসময় গুরুত্ব আহত হয় ২জন।
 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিরামপুর পৌর এলাকার জল কামরা গ্রামের তিন কসাই বিরামপুরে মাংস বিক্রি করার জন্য দোকানে আসার পথে পিছন দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক এর ড্রাইভার উক্ত বাইক চালক সহ বাইকে থাকা অপর দুইজন দুজনকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনজনে ট্রাকের নিচে পড়ে যায়।  বাইক চালক আজিজুল সহ তাদের দুই সঙ্গী ট্রাকের নিচে পড়ে যায়। এসময়ে ট্রাকটি রেখে ঘাতক  ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থলেই বাইক চালক কসাই আজিজুল ইসলাম( ৬০ ) মারা যায়।  স্থানীয় লোকজন  দুজন কসাই কে গুরুতর অবস্থায় বিরামপুর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।  
 বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক চালক  বাইকে থাকা 3 জন কসাই   চাপা দেয়। বাইকে থাকা তিনজন মধ্যে বিরামপুর পৌর এলাকার জল কামরা গ্রামের মমতাজ পুত্র আজিজুল ইসলাম মারা যায়। 
এ সময় বিষ কিনে গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র হায়দার আলী(৩৭) জল কামরা গ্রামের মৃত কাফু উদ্দিনের পুত্র শুকুর আলী( ৪৬)গুরুতর আহত হয়। তাদের দুজনকে রংপুর মেডিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।  লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
 বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ