Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্যাসিফিক গ্রুপের কর্ণধার শিল্পপতি নাসির উদ্দিনের ইন্তেকালে শোক

সীতাকু- (চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৮:১১ পিএম

চট্টগ্রাম সীতাকু-ের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি প্যাসিফিক জিন্স এর সত্বাধিকারী সিআইপি আলহাজ্ব নাসির উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সীতাকু-ের সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর গ্রামের মরহুম আবদুল জলিলের পুত্র। সোমবার বিকাল ৩টা ১৫মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, ভাই, ভাতিজাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শিল্পপতি নাসির উদ্দিন সীতাকু-ের সাবেক সাংসদ এবিএম আবুল কাসেমের ভাই ও সীতাকু- উপজেলা পরিষদের চেয়ারম্যান থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুনের চাচা। নাসির উদ্দিনের ভাতিজা সীতাকু- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন জানান, থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পপতি নাসির উদ্দিন মারা গেছেন। বুধবার তার মরদেহ দেশে আসবে। ঐদিন সকাল সাড়ে ৯.৩০ মিনিটে ইপিজেডে তার প্রথম জানাযা, দ্বিতীয় জানাযা জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ও সীতাকু-ের সলিমপুরস্থ নিজ বাড়িতে তার তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শিল্পপতি নাসির উদ্দিন তৈরী পোশাক রপ্তানিতে দেশের অন্যতম উদ্দ্যোক্তা ছিলেন। অসংখ্য প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে তিনি সীতাকু-ের অবহেলিত মানুষের সেবা করে গেছেন সুদীর্ঘকাল। তার প্রতিষ্ঠিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক অনুদানে বহু ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছেন। নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৪ আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, ইউএনও মোঃ শাহাদাত হোসেন, এসি ল্যান্ড আশরাফুল আলম, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকু- প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং সকল ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ নানান শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। তারিখঃ২৮/২/২০২২ শেখ সালাউদ্দিন,০১৮৫৬৪৬০০৮২

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ