Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাটল সংকট নিরসনে ৬ টি বাস পেল চবি শিক্ষার্থীরা

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪৪ পিএম

শাটল সংকটের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে আন্দোলনের পর শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৬ টি বাস দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে ৬টা বাস চালুর ঘোষণা দেওয়া হয়েছে । প্রতিদিন চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে দুই নম্বর গেইট হয়ে সকাল সাড়ে ৭টায় দুইটা বাস বিশ্ববিদ্যালয়ে আসবে। একই পথে বিশ্ববিদ্যালয় থেকে দুপুর আড়াইটায় ২ টি বাস এবং সন্ধ্যা সাড়ে ৫টায় ২ টি বাস শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে।

জানা যায়, করোনা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস চালু হলেও ২ টি ডেমু ট্রেন চালু হয়নি। এরপর মাইলেজ ইস্যুতে লোকোমাস্টারদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের ৩ জোড়া শাটল চালু হয়নি এখনো। এরই প্রেক্ষিতে রোববার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবোরধ করে আন্দোলন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি

২২ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ