Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিরাপত্তার দাবি চবি শিক্ষকের

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৪ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত¡ বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম নিরাপত্তার আবেদন জানিয়েছেন। গতকাল সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরীর কাছে এই আবেদনপত্র জমা দেন।
আবেদন পত্রে মাইদুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক ভবনে তিনি তার পরিবার নিয়ে থাকেন। গত রোববার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে এ ভবনের সামনের খোলা জায়গায় ১০ থেকে ১২ জনের একটি দল তার নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে রাত আনুমানিক ৯ টার দিকে তারা আবার শিক্ষক মাইদুলের বাসার দরজায় কয়েকবার লাথি মারে। এ অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
আবেদনপত্রে তিনি আরও বলেন, কে বা কারা এই কাজ করে থাকতে পারে তা কর্তৃপক্ষ চাইলে খুঁজে বের করতে পারে। তাই এ ঘটনার সথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঘটনাটি জানার পর আমরা সেখানে সহকারী প্রক্টর লিটন মিত্রকে পাঠায়। পরে ওই ভবনে থাকা আরও কয়েকজন শিক্ষকের সঙ্গ কথা বললে তারা এ ধরণের কিছু শুনেননি বলে জানান। এ ছাড়া ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে কাউকে পাওয়া যায়নি।
এদিকে অভিযোগ তদন্তের জন্য ভিসির মৌখিক নির্দেশে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীবকে অহবায়ক করে এবং সহকারী প্রক্টর হেলাল উদ্দীন আহম্মদকে সদস্য সচিব এবং সহকারী প্রক্টর লিটন মিত্রকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 



 

Show all comments
  • MAHMUD ১৪ মে, ২০১৯, ৫:৪০ এএম says : 0
    Dear MAIDUL ISLAM sir, may be you also understood why unknown person disturbe you. May ALLAH save and bless you.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপত্তার দাবি চবি শিক্ষকের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ