মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিভেয়ে দখলে নিতে ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে পুতিনের রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনীকে সহযোগিতা করতে ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চেচনিয়া। এরই পরিপ্রেক্ষিতে দেশটির সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়ে হ্যাকাররা। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যম একথা জানায়।
হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস দাবি করেছে, চেচনিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই দেশটির সরকারি ওয়েবসাইটে হামলা চালানো হয়। এতে ১২ ঘণ্টা অচল ছিল চেচনিয়ার সরকারি ওয়েবসাইট।
ইউক্রেনের হামলার জবাবে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দেয় অ্যানোনিমাস। সে দিনই তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংবাদ সংস্থা রাশিয়ান টুডে (আরটি) ওয়েবসাইটে একের পর এক হামলা চালাতে শুরু করে।
চেচনিয়ার সরকারি নাম চেচেন রিপাবলিক (প্রজাতন্ত্র)। দেশটির সঙ্গে ঐতিহাসিক সূত্রে রাশিয়ার অতি ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব রয়েছে। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।