Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জের : চেচনিয়ায় সাইবার হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১২ এএম

কিভেয়ে দখলে নিতে ইউক্রেন সেনাবাহিনীর বিরুদ্ধে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে পুতিনের রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনীকে সহযোগিতা করতে ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে চেচনিয়া। এরই পরিপ্রেক্ষিতে দেশটির সরকারি ওয়েবসাইটে হামলা চালিয়ে হ্যাকাররা। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যম একথা জানায়।
হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস দাবি করেছে, চেচনিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই দেশটির সরকারি ওয়েবসাইটে হামলা চালানো হয়। এতে ১২ ঘণ্টা অচল ছিল চেচনিয়ার সরকারি ওয়েবসাইট।
ইউক্রেনের হামলার জবাবে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা দেয় অ্যানোনিমাস। সে দিনই তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সংবাদ সংস্থা রাশিয়ান টুডে (আরটি) ওয়েবসাইটে একের পর এক হামলা চালাতে শুরু করে।
চেচনিয়ার সরকারি নাম চেচেন রিপাবলিক (প্রজাতন্ত্র)। দেশটির সঙ্গে ঐতিহাসিক সূত্রে রাশিয়ার অতি ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব রয়েছে। সূত্র: বিবিসি।



 

Show all comments
  • jack ali ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ পিএম says : 0
    রাশিয়া চেচনিয়া তে গণহত্যা চালিয়েছে আর এই .............................. সে রাশিয়ার পক্ষ হয়ে অন্যায় ভাবে ইউক্রেন মানুষকে হত্যা করছে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিন এবং পরকালে ওদেরকে চিরজীবনের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ