Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চেচনিয়ায় আত্মঘাতী বোমায় নারী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৮, ৭:২৯ পিএম

শনিবার চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে এক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। তার পরিচয় জানা যায়নি। খবর আরটি নিউজ।
চেচনিয়ার ভারপ্রাপ্ত আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রী মিডিয়াকে বলেন, গ্রোজনির কেন্দ্রস্থলে একটি পুলিশ চেকপয়েন্ট রয়েছে। সন্দেহ জনক গতিবিধি নিয়ে একজন নারীকে দেখে পুলিশ তাকে থামতে বলে। তার তার পরিচয়পত্র দেখাতে বলে। কিন্তু সে চেক পয়েন্টের দিকে এগোতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাকে আত্মঘাতী বেল্ট পরিহিত অবস্থায় দেখতে পায়। তারা তার দিকে সতর্কতামূলক গুলি ছোড়ে। চেক পয়েন্ট থেকে ৭৫ মিটার দূরে থাকতে ঐ নারী আত্মঘাতী বেল্টের বিস্ফোরণ ঘটান ও নিহত হন।
পুলিশ নিহত নারীর পরিচয় জানাতে না পারলেও স্থানীয় সংবাদপত্র তাকে পার্শ্ববর্তী দাগেস্তানের বাসিন্দা বলে জানিয়েছে। পুলিশ তার সম্ভাব্য সহযোগীদের খুঁজছে। উল্লেখ্য, চেচেনরা বহুদিন থেকে রুশ শাসন থেকে মুক্তির জন্য সশস্ত্র লড়াই করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ