বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুর-মাদারীপুর সড়কের আংগারিয়া এলাকায় গাড়ি চাপায় ষাটোর্ধ এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন শরীয়তপুর-মাদারীপুর সড়কের এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) এসে নিহতের পরিচয় নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছেন পালং মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তি একজন ভবঘুরে। তিনি মানুষের কাছে হাত পেতে খেয়ে জীবনধারণ করে। গত রাতে সে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে শাহাদের টিনের দোকানের সামনে ঘুমিয়ে ছিল মর্মে সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়েছে। সেখান থেকে আজ ভোর ৫টা ৪৮ মিনিটের সময় উঠে তিনি ইউনিয়ন পরিষদের সড়ক দিয়ে মহাসড়কের দিকে যায়। কিছুক্ষণ পরে তার ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ সড়কের মাঝখানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এই বিষয়ে পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, নিহতের মরদেহ থেকে পাঁ দুটো আলাদা হয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হবে। কুয়াশাচ্ছন্ন ভোর ৬টার দিকে অন্ধকার থাকায় ঘাতক গাড়িটি চিহ্নিত করা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।