Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড় জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৮ এএম

পঞ্চগড়ে ট্রাক চাপায় রিপন(৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে দশটার দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন তেঁতুলিয়া উপজেলার হাকিমপুর গ্রামের সুলতানের ছেলে। পেশায় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল রিপন। মাগুরমারি বাজার এলাকায় একটি ট্রাক্টরের সাথে তার সংঘর্ষ হয়। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা কাজী ফার্মের মুরগির বাচ্চা বহনকারী একটি ট্রাকের নিচে ছিটকে পড়ে। ট্রাকটি মোটরসাইকেল চালকসহ বেশ কিছু দূরে টেনে নিয়ে যায়।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ