Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যূনতম মজুরি ৫৪ শতাংশ পর্যন্ত বাড়াচ্ছে হাইতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ন্যূনতম মজুরি ৫৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে হাইতির সরকার। গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভের পর এ ঘোষণা দেয়া হয়। বিক্ষোভে শ্রমিকরা দাবি করেছিলেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তাদের বেতন যথেষ্ট নয়। খবর এপি। টুইটারে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির কার্যালয় মজুরি বাড়ানোর বিষয়টি পোষ্ট করেছে। সেখানে দেখা যায়, বিভিন্ন খাত অনুসারেও ন্যূনতম বেতনের তারতম্য রয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ শিল্পের মতো খাতগুলোয় শ্রমিকদের বেতন সবচেয়ে বেশি বাড়বে। পোশাক উৎপাদন খাতের কর্মচারীদের বেতন বাড়ছে ৩৭ শতাংশ। বাড়ানোর পর তাদের মজুরি দৈনিক ৭ ডলার ৫০ সেন্টের কাছাকাছি পৌঁছেছে। যদিও ইউনিয়ন নেতারা দৈনিক ১৫ ডলার বেতন দাবি করেছিলেন। কয়েক বছর ধরে কম মজুরি ও মার্কিন বাজারের কাছাকাছি হওয়ায় হাইতি পোশাক উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে দেশটির শ্রমিকরা অভিযোগ করে আসছেন, তাদের বেতন দিয়ে নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়ে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইতি

২৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ